ভোটের ফল পাল্টাতে জর্জিয়ার গভর্নরকে চাপ দিচ্ছেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ ডিসেম্বর ০৬, ১২:০০ অপরাহ্ন
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে হেরে গেছেন ঠিকই কিন্তু পরাজয় মেনে নিতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গদি যেন ছাড়তে না হয় সেজন্য তিনি চালিয়ে যাচ্ছেন নানা চেষ্টা। এরমধ্যে দেশটির ‘ব্যাটলগ্রাউন্ড’ হিসেবে পরিচিতি লাভ করা অঙ্গরাজ্য জর্জিয়ার রিপাবলিকান গভর্নরকে চাপ দিচ্ছেন সেখানের নির্বাচনের ফল যেন পরির্বতন করা হয়। এ অঙ্গরাজ্যে ১৬ ইলেকটোরাল ভোট পেয়েছেন জো বাইডেন। রোববার (০৬ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ভোটের ফল বদলাতে ট্রাম্প বারবার টুইট করছেন এই কারণে যে, জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প যেন আইনসভার বিশেষ অধিবেশন ডাকেন। জর্জিয়ার সিনেটের রানঅফ নির্বাচন উপলক্ষে র‍্যালির ঘণ্টাখানেক পর ট্রাম্প এসব টুইট করেন। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের ফল ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন। উপরন্তু বাইডেনের জয় সম্পর্কে তার মতামত হলো, ডেমোক্র্যাট এই প্রার্থী জালিয়াতির মাধ্যম জয় ছিনিয়ে নিয়েছেন। এর বিরুদ্ধে অবশ্য ট্রাম্প আইনি পদক্ষেপ নিলেও অধিকাংশই খারিজ হয়ে গেছে। ১৯৯২ সালের পর ‘ব্যাটলগ্রাউন্ড’ খ্যাত জর্জিয়ায় জিতেছে ডেমোক্র্যাটরা। জর্জিয়ায় ৪৯.৫ শতাংশ ভোট পেয়েছেন জো বাইডেন আর ট্রাম্প পেয়েছেন ৪৯.৩ শতাংশ। নির্বাচনে ৩০৬ ইলেকটোরাল ভোট গেছে জো বাইডেনের পকেটে। আর ট্রাম্প পেয়েছেন ২৩২ ভোট। ২০২১ সালের ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ নেওয়ার কথা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework