ভারতের ‘অপারেশন সিন্দুরে’ মসজিদ ও সাধারণ নাগরিক ছিল লক্ষ্যবস্তু: পাকিস্তান

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ মে ০৭, ০৪:৩০ অপরাহ্ন

ভারতের ‘অপারেশন সিন্দুর’ অভিযানে পাকিস্তানের মসজিদ ও সাধারণ নাগরিককে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

বুধবার (৭ মে) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।

আহমেদ শরীফ চৌধুরী বলেন, “ভারত পাকিস্তানের মসজিদগুলোকে টার্গেট করেছে। এটি মোদি সরকারের সংকীর্ণ মানসিকতার প্রতিফলন, যেখানে সংখ্যালঘুদের—বিশেষ করে মুসলমানদের—টার্গেট করা হচ্ছে।”

তিনি জানান, যেসব স্থানে হামলা চালানো হয়েছে, সেসব এলাকায় আগের দিন আন্তর্জাতিক সংবাদমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যম উপস্থিত ছিল এবং তারা দেখেছে যে, সেসব স্থানে বেসামরিক মানুষজন অবস্থান করছিল।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আরও দাবি করেন, পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে।

অন্যদিকে, দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, “সন্ত্রাসবাদে পাকিস্তানের নিরবচ্ছিন্ন প্রশ্রয়” এর জবাবে অপারেশন সিন্দুর চালানো হয়েছে। ভারতের দাবি, এই হামলায় ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্যবস্তু ছিল, সামরিক স্থাপনা নয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে চালানো এই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework