ভারতে শনাক্ত বেড়েছে, মৃত্যু কমেছে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ Jun ১৭, ১২:২১ অপরাহ্ন
ভারতে দৈনিক সংক্রমণ ৬০ হাজারের ঘরে নেমে যাওয়ার পর গত দু’দিনে আবার কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৭ লাখেরও বেশি। 
তবে, গত ২৪ ঘণ্টায় দেশটির দৈনিক মৃত্যু কিছুটা কমেছে। বৃহস্পতিবার (১৭ জুন) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, দেশে ২ হাজার ৩৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৯০৩ জনের। 
দৈনিক সংক্রমণ কিছুটা বাড়লেও ভারতে কমছে সংক্রমণের হার এবং সক্রিয় রোগীর সংখ্যা। গত তিন দিন ধরেই দেশের সংক্রমণের হার চার শতাংশের নিচে রয়েছে। সক্রিয় রোগীও কমতে কমতে সাড়ে ৮ লাখের নিচে নেমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৮ লাখ ২৬ হাজার ৭৪০ জন। 
বুধবার (১৬ জুন) মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ১০ হাজারের নিচে নামলেও বৃহস্পতিবার তা ১০ হাজার ছাড়িয়েছে। কেরালা এবং তামিলনাড়ুতেও আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি। 

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework