ভানুয়াতুর প্রধান দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পাঁচ দিন পর রোববার ভোরে ৬ দশমিক ১ মাত্রার একটি নতুন ভূমিকম্প আঘাত হানে, যার ফলে ভবনগুলো কেঁপে ওঠে। তবে, এই ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আগের ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছিল এবং ১২ জন নিহত হয়েছিল। সিডনি থেকে এএফপি এ সংবাদ জানায়।
ভানুয়াতুর সবচেয়ে জনবহুল দ্বীপ, এফাতে, মঙ্গলবারের মারাত্মক ৭.৩-মাত্রার ভূমিকম্পের পর অনেক ভবন ধ্বংস হয়ে পড়েছে। রাজধানী পোর্ট ভিলার এবং তার আশপাশের এলাকায় ভূমিধসের ঘটনা ঘটতে শুরু করেছে।
সর্বশেষ ভূমিকম্পটি ৪০ কিলোমিটার (২৫ মাইল) গভীরে আঘাত হানে এবং এটি রাজধানী পোর্ট ভিলার থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছিল। ভূমিকম্পটি আফটারশকের এক সিরিজের অংশ ছিল।
রোববার সকাল ২.৩০ টায় (১৫৩০ জিএমটি শনিবার) ভূমিকম্পটি আঘাত হানে, তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
পোর্ট ভিলার ব্যবসায়ী মাইকেল থম্পসন এএফপিকে বলেন, ভূমিকম্পে তার পরিবার জেগে ওঠে। তিনি জানান, "আমি এটিকে আরও বড় আফটারশকগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করব এবং আমরা এখন অনেক আফটারশক অনুভব করছি।"