বেঙ্গালুরুতে দুই শিশুর দেহে এইচএমপিভি ভাইরাস শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ০৬, ০৬:২৫ অপরাহ্ন

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে দুই শিশুর দেহে হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) শনাক্ত করা হয়েছে। একটি বেসরকারি হাসপাতালের ল্যাব পরীক্ষার সময় এই ভাইরাসের সন্ধান মেলে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রুটিন স্ক্রিনিংয়ের সময় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর নজরে আসে এইচএমপিভি আক্রান্ত দুই শিশুর ঘটনা। আক্রান্ত শিশুদের মধ্যে একজনের বয়স তিন মাস, যার চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য শিশুর বয়স আট মাস এবং তার চিকিৎসা বেঙ্গালুরুর এক হাসপাতালে চলছে। শিশুটির অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও জানিয়েছেন, ভারতে এইচএমপিভি প্রথমবার শনাক্ত হয়েছে, এটি সঠিক নয়। তিনি বলেন, এই ভাইরাসের উপস্থিতি ভারতে আগে থেকেই ছিল এবং শিশুরা কখনো কখনো এই ভাইরাসে আক্রান্ত হয়।

স্বাস্থ্যসচিব গুপ্তা বলেন, এইচএমপিভি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। ভাইরাসটি নিয়ে তদন্ত চলছে, এবং এটি চীনা ভ্যারিয়েন্ট কিনা, তা এখনও নিশ্চিত নয়।

চীন ও জাপানে এই ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে, যা ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ সৃষ্টি করে। চীনের থাং লানফাং জানান, বেশিরভাগ ক্ষেত্রে সংক্রমণ মৃদু হলেও কিছু শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। বিশেষজ্ঞরা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া, জনাকীর্ণ স্থান এড়িয়ে চলা এবং সঠিক চিকিৎসার পরামর্শ দিয়েছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework