বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ভারতের সেনাপ্রধানের ইতিবাচক মন্তব্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ১৩, ০৫:৩৩ অপরাহ্ন

বাংলাদেশকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের প্রশ্নের উত্তর দেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ইন্ডিয়া টুডের এক সাংবাদিক বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান সম্পর্ক নিয়ে তার মতামত জানতে চাইলে, তিনি বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং দুই দেশের সীমান্ত দীর্ঘ ও সংলগ্ন। এ অবস্থায় আমাদের সবসময় একসঙ্গে কাজ করতে হবে এবং একে অপরকে বুঝতে হবে। কোনোভাবেই এমন কিছু করা উচিত নয় যা দুই দেশের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলে।

তিনি আরও জানান, বাংলাদেশের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। ২০২৩ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শেখ হাসিনার দেশ ত্যাগের প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন। এছাড়া গত বছরের ২৪ নভেম্বর তিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন।

দুই দেশের সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গে জেনারেল দ্বিবেদী বলেন, এটি নির্বাচিত সরকারের দায়িত্ব এবং এ ধরনের প্রশ্ন সরকারের আমলেই ওঠা উচিত। তবে, বর্তমানে দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ককে তিনি "চমৎকার ও নিখুঁত" বলে অভিহিত করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework