পরমাণু হামলার আশঙ্কা বাড়ছে: পুতিন


প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ ডিসেম্বর ০৮, ১২:৫৪ অপরাহ্ন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পরমাণু হামলার আশঙ্কা বেড়ে যাচ্ছে। তবে তিনি জানিয়েছেন, রাশিয়া ‘পাগল হয়ে যায়নি’ ও প্রথমে কখনো পরমাণু হামলা চালাবে না।

বুধবার (৭ নভেম্বর) রাশিয়ার বার্ষিক মানবাধিকার কাউন্সিলের বৈঠকে রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর বিবিসি।

মানবাধিকার কাউন্সিলের বৈঠকে তিনি বলেন, দীর্ঘ সময়ের জন্য রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করবে। যদিও পশ্চিমারা বিশ্বাস করেন, পুতিন দ্রুত বিজয়ের পরিকল্পনা করেছিলেন।

মস্কো থেকে ভিডিও লিংকের মাধ্যমে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে পুতিন বলেন, এ ধরনের হুমকি বাড়ছে। এটি লুকিয়ে রাখা ভুল হবে।

তবে তিনি জোর দিয়েছেন যে রাশিয়া কোনো অবস্থাতেই প্রথমে অস্ত্র ব্যবহার করবে না। দেশটির পারমাণবিক অস্ত্রাগার নিয়ে কাউকে হুমকিও দেওয়া হবে না।

পুতিন বলেন, আমরা পাগল হয়ে যাইনি। পারমাণবিক অস্ত্র সম্পর্কে আমরা সচেতন আছি।

পারমাণবিক অস্ত্রের দিক থেকে রাশিয়া অনেক এগিয়ে আছে জানিয়ে তিনি বলেন, রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক ও উন্নত পারমাণবিক অস্ত্র রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework