দুবাই ও উত্তর আমিরাতে কর্মসংস্থান সুযোগ বৃদ্ধি নিয়ে আলোচনা

মোঃ ওসমান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি।
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০১, ১২:১৩ অপরাহ্ন

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের মান্যবর কনসাল জেনারেল জনাব মোঃ রাশেদুজ্জামান, দুবাইস্থ ‘মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস এন্ড এমিরেটাইজেশন (MOHRE)’-এর আন্ডার সেক্রেটারি জনাব খলিল ইব্রাহিম খোরির সাথে সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি (MOHRE)-এর কার্যালয়ে এই সাক্ষাৎকারে, এ সময় তিনি দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ভিসা প্রাপ্তি ও স্থানান্তর সহজীকরণ এবং এদেশে বসবাসরত প্রবাসী কর্মীদের কল্যাণসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন।

কনসাল জেনারেল সংযুক্ত আরব আমিরাতে প্রকৌশলী, ডাক্তার, নার্সসহ বিভিন্ন সেক্টরে অধিকহারে বাংলাদেশীদের নিয়োগের বিষয়ে জনাব খোরির দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়া, তিনি দুবাইসহ আমিরাতের বন্দরসমূহে বাংলাদেশী নাবিকদের সাইন অফ/ট্রানজিট ভিসা প্রাপ্তিতে জটিলতা নিরসনে MOHRE-এর সহযোগিতা কামনা করেন। জনাব খলিল ইব্রাহিম খোরি কনসাল জেনারেলের অনুরোধগুলো গুরুত্বসহকারে শোনেন এবং এ সকল বিষয়ে তার মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে কনসুলেট-এর শ্রম কল্যাণ উইং এবং MOHRE-এর সংশ্লিষ্ট উচ্চতর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework