দাবানল মোকাবেলায় গোলাপী পাউডার: লস অ্যাঞ্জেলেসের দৃশ্যপটে নতুন চিত্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ১৪, ০৫:২১ অপরাহ্ন

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুড়ছে শহরটি। এই দাবানল নিয়ন্ত্রণে একটি বিশেষ গোলাপী পাউডার, যাকে ফস-চেক বলা হয়, ব্যবহৃত হচ্ছে। বিমান এবং হেলিকপ্টার থেকে এই অগ্নি প্রতিরোধক ছিটানো হচ্ছে। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের আকাশে হাজার হাজার গ্যালন লাল-গোলাপি গুঁড়া ছড়িয়ে দেওয়া হয়। সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে ১৪ জানুয়ারি এ তথ্য প্রকাশিত হয়।

ফস-চেক, মূলত আগুনের গতি কমাতে সহায়তা করে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে সুরক্ষিত রাখে। সাধারণত দাবানলের আশেপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় এই অগ্নি প্রতিরোধক স্প্রে করা হয়। তবে স্প্রে করার পর গোলাপী পাউডার শহরের বিভিন্ন স্থানে দৃশ্যমান হয়ে উঠেছে, যা আগুনের বিরুদ্ধে এক ভীষণ যুদ্ধের চিহ্ন হয়ে দাঁড়িয়েছে।

ফস-চেক পণ্যটি ‘পেরিমিটার’ নামক কোম্পানি তৈরি ও বিক্রি করে। ১৯৬৩ সাল থেকে এই পণ্যটি মার্কিন যুক্তরাষ্ট্রে দাবানল মোকাবেলায় ব্যবহৃত হচ্ছে। ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ এটি দীর্ঘমেয়াদী অগ্নি প্রতিরোধক হিসেবে ব্যবহার করে। ২০২২ সালে অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে জানা যায়, এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অগ্নি প্রতিরোধক।

এদিকে, গত সপ্তাহে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়লে শহরের বিভিন্ন স্থানে গোলাপী পাউডারের চিহ্ন দেখা যায়। তবে ফস-চেক তৈরি করা কোম্পানি পেরিমিটার সতর্কতা জারি করেছে যে, এই পাউডার যত বেশি সময় থাকবে, তত বেশি শুকিয়ে যাবে এবং পরবর্তীতে রঙ অপসারণ কঠিন হতে পারে। পাউডার পরিষ্কার করতে গরম পানি এবং হালকা ডিটারজেন্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, তবে বড় জায়গায় পরিষ্কারের জন্য প্রেসার ওয়াশার ব্যবহার করতে বলা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework