ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণ পরিকল্পনা প্রত্যাখ্যান ৮৫% নাগরিকের

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ২৯, ০৪:৪২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছেন যে, গ্রিনল্যান্ড আমেরিকার অংশ এবং যুক্তরাষ্ট্র এটিকে অধিগ্রহণ করবে। তবে, ট্রাম্পের এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ মানুষ।

বুধবার (২৯ জানুয়ারি) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সমীক্ষা সংস্থা পোলস্টার ভেরিয়ান সম্প্রতি গ্রিনল্যান্ডে একটি জনমত সমীক্ষা পরিচালনা করেছে। সেখানে নাগরিকদের জিজ্ঞাসা করা হয়, তারা ডেনমার্কের অংশ হয়েই থাকতে চান নাকি যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হতে চান।

সমীক্ষায় দেখা গেছে, ৮৫ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না এবং বর্তমান অবস্থা বজায় রাখতে চান। মাত্র ৬ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার পক্ষে মত দিয়েছেন, আর ৯ শতাংশ এখনো সিদ্ধান্ত নেননি।

প্রথমে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ভূরাজনৈতিক নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। পরে তিনি দাবি করেন, গ্রিনল্যান্ডের ৫৭ হাজার মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চান। তবে জনমত জরিপের তথ্য তার এই বক্তব্যের সাথে মিলছে না।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework