গুপ্তচরবৃত্তি মামলায় ব্রিটিশ স্বামী-স্ত্রী আটক, ইরানের দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৯, ০৩:২৩ অপরাহ্ন

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান দুই ব্রিটিশ নাগরিককে আটক করেছে। ইরানের বিচার বিভাগ সম্পর্কিত বার্তা সংস্থা মিজান সূত্রে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

আটককৃতরা হলেন ক্রেইগ ফোরম্যান ও লিন্ডসে ফোরম্যান, যারা স্বামী-স্ত্রী। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের বিভিন্ন স্থানে তথ্য সংগ্রহ করছিলো। ইরানের দাবি, তারা গবেষণা ও অনুসন্ধানমূলক কাজের আড়ালে পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্কিত বিভিন্ন সংগঠনের সাথে সহযোগিতা করছিলো। পঞ্চাশোর্ধ ক্রেইগ ও লিন্ডসে কয়েক মাস ধরে গোপনে এসব কার্যক্রমে যুক্ত ছিলো।

এক সপ্তাহ ধরেই তাদের গ্রেফতারের গুঞ্জন শোনা যাচ্ছিল। জানুয়ারিতে ইরানের কেরমান শহর থেকে তাদের আটক করা হয়, তবে মঙ্গলবার এ গুঞ্জন সত্যতা প্রাপ্ত হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework