গাজায় আবারও রক্তগঙ্গা, ২৪ ঘণ্টায় নিহত ১১৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ১৭, ১১:৪৬ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা প্রতিদিনই নতুন মাত্রা নিচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় কমপক্ষে ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী এখন শরণার্থী শিবির এবং চিকিৎসা কেন্দ্রগুলোকেও টার্গেট করছে। সম্প্রতি সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবির। এছাড়া গাজার মধ্যাঞ্চলে অবস্থিত দেইর আল-বালাহ এলাকার দক্ষিণ-পূর্বাংশে চালানো গোলাবর্ষণে আরও হতাহত হয়েছেন অনেক ফিলিস্তিনি।

আল-আকসা শহীদ হাসপাতালের আশপাশে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বসবাসরত এক তাঁবুতে চালানো হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে, গাজার দক্ষিণে অবস্থিত রাফাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৫ জন। এছাড়া খান ইউনুসের পূর্বাঞ্চল ত্যাগের সময় এক পরিবারের ওপর চালানো হামলায় নিহত হয়েছেন এক দাদা ও তাঁর দুই নাতি।

এই সব হামলা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও মানবিক বিপর্যয় সৃষ্টি করছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework