আরব আমিরাতে বাঙালিদের বাৎসরিক মিলন মেলায় সংস্কৃতির ছোঁয়া

মোঃ ওসমান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৯, ১২:১৯ অপরাহ্ন

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে উৎসাহিত করতে আরব আমিরাতে বাঙালি প্রবাসীরা আয়োজন করেছে বাৎসরিক মিলন মেলা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী শারজাহ ন্যাশনাল পার্কে অনুষ্ঠিত এ আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ।

আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত প্রবাসীদের সমাগমে মুখর হয়ে ওঠে মিলন মেলা। এতে ছোট-বড় সবার জন্য ছিল বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের নানা ধরনের খেলাধুলার আয়োজন।

খেলাধুলা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দর্শকদের মন মাতিয়ে তোলে। স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দেশীয় বিনোদনের বাড়তি উন্মাদনা সৃষ্টি করে। শিল্পীদের সঙ্গে দর্শকরাও নেচে-গেয়ে আনন্দে মাতিয়ে রাখেন পার্কের পুরো পরিবেশ।

প্রবাসী পরিবারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা পুরো আয়োজনকে আরও দৃষ্টিনন্দন করে তোলে।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework