অ্যারিজোনা বিমানবন্দরে দুটি বিমানের সংঘর্ষ, এক নিহত, তিনজন আহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ১১, ০২:১৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের স্কটসডেল বিমানবন্দরের রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, অবতরণের পর একটি লিয়ারজেট ৩৫এ বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ সময় এটি স্কটসডেল মিউনিসিপ্যাল বিমানবন্দরের গালফস্ট্রিম ২০০ বিজনেস জেটকে ধাক্কা দেয়।

এ বিষয়ে দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, বিমানটিতে কতজন আরোহী ছিলেন, তা তারা এখনও নিশ্চিত হতে পারেননি। আহতদের ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework