দুদকের ‘চামড়া ছিঁড়ে’ ফেলতে চাইলেন এমপি, যা বললেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ ফেব্রুয়ারী ২৩, ১২:২৬ অপরাহ্ন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চামড়া ছিঁড়ে ফেলার হুমকি দিয়ে চট্টগ্রাম-২ আসনের এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি যে বক্তব্য দিয়েছেন তা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে নজরে আনলে এ মন্তব্য করেন আদালত।

হাইকোর্ট বলেন, আমরা সকলেই অসহিষ্ণু হয়ে পড়ছি। সবাইকে ধৈর্য্য ধরতে বলেন উচ্চ আদালত। বলেন, আমাদের যে ধরনের সভ্য হওয়া দরকার তা হতে পারিনি।

এসময় আদালতকে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, আপনারা তার কাছে ব্যাখ্যা চান।
তবে হাইকোর্ট বলেন, যেহেতু মামলা হয়েছে এটা নিয়ে দুদকই কাজ করুক।

সাম্প্রতিক সময়ে মাইজভান্ডারির দুই ছেলের বিরুদ্ধে মামলা করে দুদক। তা নিয়ে দুদকের চামড়া ছিঁড়ে ফেলতে চান তিনি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework