বিএনপির দশ দফায় জনগণের কোনো কথা নেই: হানিফ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২৩ ফেব্রুয়ারী ২৬, ০৪:৪২ অপরাহ্ন

বিএনপির দশ দফা দাবিতে জনগণের কোনো কথা নেই, তাদের দশ দফা দাবি হলো সন্ত্রাসী তারেক রহমানকে প্রতিষ্ঠিত করা আর দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে মুক্ত করা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের আয়োজনে 'স্বাধীনতার ইতিহাস ও এগিয়ে যাওয়া বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি বরাবরই মিথ্যাচারের রাজনীতি করে। তাদের নেতা তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে না, মানুষ তাকে সন্ত্রাসী নেতা হিসেবে চেনে। এদেশের মানুষ কোনো সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না।

তিনি বলেন, তারা যে দশ দফা দাবিতে আন্দোলন করছে সেই দশ দফা হলো তারেক রহমানকে প্রতিষ্ঠিত করা। দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবি। এছাড়া এই দাবির মধ্যে জনগণের কোনো কথা নেই। এই দাবি নিয়ে দেশবাসীও ভাবছে না। আওয়ামী লীগও ভাবছে না। যে দাবির সাথে জনসম্পৃক্ততা নেই, সেই দাবি আদায়ও সফল হবে না।

দেশে বি-রাজনীতিকরণ চলছে জাতীয় পার্টির চেয়ারম্যানের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, জাতীয় পার্টি নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। তবে আমাদের দেশে একটা রাজনৈতিক কালচার আছে সরকারের বিরুদ্ধে অভিযোগ করলে জনগণের সমর্থন পাওয়া যায়। এমন মানসিকতা অনেকেই পোষণ করেন। যার কারণে অনেকেই সুযোগ পেলে সরকারের বিরুদ্ধে অভিযোগ করে। যৌক্তিক-অযৌক্তিক বিচার করে না। সরকারের বিরুদ্ধে এমন কথা বলার আগে আয়নায় নিজের চেহারাটা দেখারও আহ্বান জানান হানিফ।

এসময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামান, শেখ হাসান মেহেদি, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, মাযহারুল আলম সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি, প্রফেসর ডা. মুসতানজিদ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework