তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো বিদেশি চাপ নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২৩ মে ০৭, ০৩:২১ অপরাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের আমলে নির্বাচন কমিশন অনেক স্বাধীন। এর অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের সঙ্গে বৈঠক হয়েছে। কোনো মহল থেকে কোনো চাপ নেই।

রোববার (৭ মে) সকালে রাজধানীর বনানী সেতুভবনে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে এক বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

তিনি বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেরকম নির্বাচনই চায় আওয়ামী লীগ। বিএনপি চায় পক্ষপাতিত্ব। 

 

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপি আজ তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। তারা বায়াসড তত্ত্বাবধায়ক সরকার চায়, যারা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।’ 
 
‘বিএনপির আমলে অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের কথা বলে দুই বছর ক্ষমতায় ছিল। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার কাম্য ছিল না। তখন বেছে বেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়,’ যোগ করেন তিনি। 

 

এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। আর নির্বাচনে রুটিন ওয়ার্ক করবে বর্তমান সরকার।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework