আদালতের রায়ে খালেদা জিয়া ও অপর ৭ জন বেকসুর খালাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৯, ০৩:৪৬ অপরাহ্ন

ঢাকার একটি আদালত নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ আটজনকে খালাস দিয়েছে। আদালতের মতে, রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণে সকল অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে তাদের বেকসুর খালাস প্রদান করেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম আজ এই রায় ঘোষণা করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

খালাস পাওয়া অন্যরা হলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা দায়ের করেছিল, যেখানে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছিল। ২০১৮ সালে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়, এবং ২০২৩ সালে অভিযোগ গঠন করা হয়।

মামলার বিচার চলাকালীন ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। তবে বিএনপির কিছু নেতা মৃত্যুবরণ করায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework