মিষ্টি দিয়ে তৈরী হলো মমতা-মোদির ভাস্কর্য!

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ এপ্রিল ০৪, ১০:৫৪ পূর্বাহ্ন
পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাওড়ায় এক মিষ্টির দোকানে মমতা বন্দোপাধ্যায় এবং ভারতীয় প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদির ভাস্কর্য নির্মাণ করেছেন মালিকপক্ষ। দোকানের মালিক কাস্টো হালদার বলেন, 'সম্পূর্ণ মিষ্টি দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। ছয় মাসের মতো ভাস্তর্যটি টিকে থাকবে।' জোরালো প্রতিদ্বন্দ্বিতার এই নির্বাচনের মোট আট ধাপের নির্বাচনে ইতিমধ্যে প্রথম দুটি ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বিজেপি ও তৃণমূল কংগ্রেস নিজেদের জয়ের ব্যাপারেও আশাবাদী। তবে ফলাফল পেতে আরও এক মাস অপেক্ষা করতে হবে। বিজেপি যেন শপথ করেই নেমেছে যে, তাদের এবার বাংলা লাগবেই। অন্যদিকে, ক্ষমতা ছাড়তে নারাজ বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। টানা তৃতীয়বারের মতো রাজ্য শাসন করতে ভাঙা পা নিয়েই নির্বাচনী মাঠে আছেন তিনি। পশ্চিমবঙ্গের জনগণকে খুবই বিচক্ষণতার সাথে ভোট দিতে হবে। কাকে ভোট দিচ্ছেন তার থেকে বেশি প্রয়োজন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়া

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework