প্রকাশ্যে আসলো সালমান-শাহরুখের দ্বন্দ্বের কারণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২১ Jun ২৮, ০৫:৫০ পূর্বাহ্ন
বলিউডের বাদশাহ এবং বলিউডের ভাইজান দুজনই তারকা। দুজনের মধ্যকার বন্ধুত্বের কথা সকল ভক্ত-অনুরাগীদেরই জানা। তবে তাদের মাঝে একটা সময় একজনের মুখ আরেকজনের দেখা পর্যন্ত বন্ধ ছিল। কিন্তু কেন এমনটা হয়েছিল শাহরুখ খান ও সালমানের মধ্যে? অসংখ্য ভক্ত-অনুরাগীর প্রশ্নের উত্তর একটি অনুষ্ঠানে এসে নিজেই জানিয়েছেন শাহরুখ খান। সেই ভিডিও কিং খানের ফ্যান ক্লাবের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শাহরুখ খান বলেন, কেউ জানে না কী কারণে আমার আর সালমানের ঝগড়া হয়েছিল। কারণটা খুবই ছোট। দুজনের মধ্যে কে বেশি সুখী? এ নিয়েই তর্ক হচ্ছিল আমাদের। বলিউড বাদশাহ বলেন, আমিই সবথেকে সুখী। কেননা, সারাদিন কাজ করে বাড়ি ফেরার পর স্ত্রীর মুখ দেখতে পান, এতে সব ক্লান্তি দূর হয়ে যায়। ঠিক তখনই শাহরুখকে থামিয়ে দিয়ে সালমান বলেন, ও আসলে আমায় পরোক্ষভাবে বিয়ে করার জন্য রাজি করার চেষ্টা করছে। সালমানের এ কথায় শাহরুখ সমর্থন জানিয়ে ফের বলেন, সালমান আমায় বলেছে ও সবথেকে সুখী। কেননা, বাড়ি ফিরে বউ-এর মুখ দেখতে হয় না ওকে। ‘বাড়ি ফিরে স্ত্রীর পাশে বসে শান্তি খুঁজে পান’ শাহরুখ খানের এমন কথায় সালমানও কম বলেননি। বলেন, আমি বাড়ি ফিরলে এক ডজন মেয়ে ঘিরে ধরে আমাকে। প্রসঙ্গত, শাহরুখ-সালমান তাদের মধ্যকার ঝগড়ার প্রকৃত কারণ খোলসা না করলেও জানা যায় যে, ২০০৮ সালে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে নাকি দুজনের মধ্যে ঝামেলার শুরু হয়। তবে অবশ্য তারা বিষয়টি মীমাংসা করেছিলেন বলে জানা যায়। সূত্র : জি-নিউজ এসআর/

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework