তুফান ছবি নিয়ে শাকিব দর্শকদের সবার কাছে কৃতজ্ঞতা ভালোবাসা জানাই

অনলাইন ডেক্স
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ Jun ২৫, ০৪:৫৯ অপরাহ্ন

ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে সোমবার (২৪ জুন) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের সনি সিনপ্লেক্সে হাজির হয়েছিলেন শাকিব খান। সেখানে বসে পুরো সিনেমা উপভোগ করেন তিনি।

সেখানে শাকিব খান বলেন, ঈদ শেষ হয়ে গেলেও দেশের মানুষ তুফান যেভাবে উপভোগ করছে তাতে বুঝতে আর বাকি নেই এই সাফল্য কোথায় গিয়ে থামবে। আমার ফ্যামিলি মেম্বার্সও বলছে তারা টিকেট পাচ্ছে না। দর্শকদের সবার কাছে কৃতজ্ঞতা ভালোবাসা জানাই।

সেখানে শাকিব তুফানের প্রযোজকের উদ্দেশ্যে মজা করে বলেন, তুফান ১০০ কোটি বিজনেস করলে আমি আগেই বলেছিলাম লাভের ২৫ শতাংশ পাবো! তুফান প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, আবার ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে। তাই আরও ১০০ কোটি ব্যবসা করলে আমার পারিশ্রমিক হবে ৫০ কোটি!

শাকিব ছাড়াও সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে আরও এসেছিলেন তুফান’র প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদোয়ান রনি, মহেন্দ্র সোনি, পরিচালক রায়হান রাফী, অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা।

আমন্ত্রিত অন্যান্য কলাকুশলীদের মধ্যে ছিলেন আরিফিন শুভ, বিন্দু, রুনা খান, প্রিন্স মাহমুদ, ঐশী, রোশান, নির্মাতা আশফাক নিপুণ প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework