৫ দিন পর ঢাবির নিখোঁজ ছাত্র খালিদ ফিরে এলেন, সুস্থ অবস্থায় জহুরুল হক হলে

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ২৫, ০২:৪৫ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খালিদ ৫ দিন নিখোঁজ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে ফিরে এসেছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি হলের ভিতরে প্রবেশ করেন এবং পরে তাকে তার কক্ষে নিয়ে যান। শারীরিকভাবে সুস্থ অবস্থায় ফিরলেও, ৪ দিন তিনি কোথায় বা কার সঙ্গে ছিলেন, তা এখনও জানা যায়নি।

গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হয়ে খালিদ আর ফিরেননি। তার পরিবার বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে বের হয়, কিন্তু ততদিনে তার সন্ধান মেলেনি। খালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এবং তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়।

খালিদ ফিরে আসলেও তার ৫ দিন নিখোঁজ থাকার রহস্য এখনও অমীমাংসিত রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework