সীতাকুন্ডে এক বৃদ্ধের ঝূলন্ত লাশ উদ্ধার

মোঃ জাহাঙ্গীর আলম,সীতাকুণ্ড প্রতিনিধি:
প্রকাশিত : সোমবার, ২০২৪ অক্টোবর ১৪, ০৪:০৩ অপরাহ্ন

সীতাকুণ্ডে গাছে ঝুলন্ত অবস্থায় শুকুমার দাশ (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৪ অক্টোবর বেলা ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম মাহমুদাবাদ গ্রামের ভারত মাষ্টার বাড়ীতে ধোপা বাড়ী এঘটনা ঘটে। শুকুমার দাশ গ্রামের ভারত দাশের ছেলে। সীতাকুণ্ড থানার এসআই আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, ভারত মাষ্টার বাড়ীর লোকনাথ মন্দিরের সেবায়েত এর পাশে একটি আমলকী গাছে ওই ব্যক্তির মৃতদের ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এদিকে মৃত শুকুমার দাশের ছোট ছেলে ঝন্টুদাশ এটিকে হত্যা দাবি করে বলেন, আমার বাবা আত্নহত্যা করেনি। সোমবার ভোরে তাকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। পারিবারিকভাবে জমিজমা নিয়ে পরিবারে বিরোধ চলে আসছিল বলেও সে জানায়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, বাড়বকুণ্ড ইউনিয়ন থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে এটি হত্যা না আত্নহত্যা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework