শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে ডাকাতি, গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৩, ০৩:৪৬ অপরাহ্ন

শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার পয়েন্টে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার নজরুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন খুলনার মেহেরাজ (৫০), মোরশেদ (৩০) ও মিলন মোল্লা (৩০)।

পুলিশ সুপার জানান, গত ২৫ জানুয়ারি শরীয়তপুর শহরের মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জেলা পরিবেশক সেলফ প্রমোশন সার্ভিসের ডিলার পয়েন্টে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ভবনের পেছনের গ্রিল কেটে প্রবেশ করে তিনজন অফিস স্টাফের হাত-পা বেঁধে ভল্ট থেকে এক কোটি ৩৪ লাখ টাকা লুট করে নেয়।

এ ঘটনায় ডিলার পয়েন্টের কর্মচারী শফিউল আলম শিহাব বাদী হয়ে পালং মডেল থানায় একটি ডাকাতি মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে অন্যদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশের অভিযানে লুট হওয়া সাড়ে ১৮ লাখ টাকা, ৫০টি মোবাইল ফোন, একটি পিকআপ, মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, "তথ্যপ্রযুক্তির সহায়তায় এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে। আশা করছি, শিগগিরই লুট হওয়া বাকি মালামালও উদ্ধার করা সম্ভব হবে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework