শত মানুষকে টিকা পুষ করে ভাইরাল কাউন্সিলর, তদন্ত কমিটি গঠন

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ আগস্ট ১৪, ০৯:৩২ পূর্বাহ্ন

নিজ কার্যালয়ে ১০০ জনকে টিকা দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাদিয়া নাসরিন।

নিজ কার্যালয়ে অন্তত ১০০ জনের শরীরে নিজেই টিকা পুষ করার ঘটনায় শুক্রবার (১৩ আগস্ট) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।


গঠিত তদন্ত কমিটিকে আগামীকাল রোববারের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিপুটি সিভিল সার্জন  শাহাদাত হোসেন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ক হাসান মাহমুদ ইকবালকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন কুমিল্লা সিটি করপোরেশনের চিকিৎসা কর্মকর্তা চন্দনা দেবনাথ ও ইপিআই সুপারিন্টেনডেন্ট আবু তাহের মজুমদার।

জেলা ডিপুটি সিভিল সার্জন শাহাদাত হোসেন বলেন, রোববারের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা। প্রতিবেদন পেলে সেই মোতাবেক করণীয় ঠিক করা হবে।

গত ৯ আগস্ট কুমিল্লা নগরের শুভপুর হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা টিকাকেন্দ্রে টিকা দেওয়া নিয়ে ঝামেলা হয়। একপর্যায়ে টিকাকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। এরপর কাউন্সিলর নাদিয়া নাসরিন করোনা টিকা নিজ কার্যালয়ে নিয়ে যান। সেখানে তিনি নিজেই করোনা টিকা পুষ করেন।
এরপর বৃহস্পতিবার (১২ আগস্ট) এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আসে। মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত কমিটি গঠন করে জেলা সিভিল সার্জন কার্যালয়।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework