র‍্যাব দেখে ইয়াবার বস্তা ফেলে দৌড় দেয় যুবক


প্রকাশিত : সোমবার, ২০২২ মার্চ ২৮, ১২:০৪ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অভিযান পরিচালনা করে এক লাখ ৫০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‍্যাব।

রোববার (২৭ মার্চ) দুপুর একটার দিকে উখিয়ার বালুখালীর পানবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. শাহজাহান (৩১)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের উত্তর রহমতের বিল এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে।

রোববার সন্ধ্যায় কক্সবাজার র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, রোববার দুপুর একটার দিকে উখিয়ার বালুখালীর পানবাজার এলাকায় টহলের সময় একটি বস্তা কাঁধ থেকে ফেলে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটকের পর ওই বস্তা তল্লাশি করে এক লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেন শাহজাহান।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework