রাঙ্গুনিয়ায় বসতবাড়িতে আগুন লেগে ৪ পরিবার নিঃস্ব

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম রাঙ্গুনিয়া(রাঙ্গুনিয়া)প্রতিনিধি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ নভেম্বর ১৪, ০২:৪৯ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার(১৩ নভেম্বর) পনে ১১টার দিকে উপজেলার ইসলামপুর ৬নং ওয়ার্ড খলিফাপাড়া'র পূর্ব পাশে ইসলামপাড়ায় এঘটনা ঘটে। আগুন দেখে স্থানীয়রা আগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করতে পারেনি ঘরে থাকা ৪ পরিবারের কোন জিনিসপত্র।  

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মুহাম্মদ সোলাইমান(৫৫) তার বড় ছেলে মুহাম্মদ ইউনুচ ড্রাইভার(৩৮), তার ছোট ছেলে শাকিব(২৬), মেয়ে মনোয়ারা বেগম(৩২)। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবী অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৭ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত মুহাম্মদ সোলাইমান বলেন, হঠাৎ পনে ১১টার দিকে রান্নাঘর থেকে আগুন দেখতে পায়। মুহুর্তে ঘরের চারদিকে আগুন ছড়িয়ে পরে। আগুন দেখে এলাকাবাসীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ততক্ষণে আমার ও আমার ছেলেমেয়েদের ঘর পুড়ে ছাই হয়ে যায়। কিছুই রক্ষা করতে পারিনি।

উপজেলা ফায়ারসার্ভিসের দায়িত্বরত মুহাম্মদ জাহেদ হোনেস বলেন, আমরা খবর পেয়ে ধামাইরহাট গেলে আমাদেরকে ফোন করে জানায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তাছাড়া যেখানে আগুন লাগেছে সেখানে রাস্তা ছোট হওয়াতে সার্ভিসের গাড়ি নেওয়ার সম্ভব নয়।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework