রংপুরে যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মার্চ ০৪, ০৪:১৩ অপরাহ্ন

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্নার হত্যার ঘটনায় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর স্টেশন এলাকা থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মুজিদ আলী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় যৌথ বাহিনী নগরীর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন রংপুর ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে গ্রেফতার করেছে।

এসময় তার কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সাদ্দাম গত বছরের ৪ আগস্ট রাজারামমোহন ক্লাবের সামনে পুলিশের এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। অস্ত্র হাতে তিনি ওই হামলায় প্রকাশ্যে অংশগ্রহণ করেছিলেন, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান।

পুলিশ কমিশনার আরও জানান, সাদ্দাম রংপুরের স্টেশন এলাকার আলম নগর বাবু পাড়ার মৃত ধলু মিয়ার পুত্র। বৈষম্যবিরোধী আন্দোলন দমনে রংপুরে সংঘটিত হামলাগুলোর অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন সাদ্দাম। মাহমুদুল হাসান মুন্নার হত্যার ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার পুত্রসহ ১২৮ জনকে আসামি করে মুন্নার বাবা গত বছরের ২৯ আগস্ট মামলা দায়ের করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework