যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১৪৭ নেতাকর্মীর আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ২২, ০৫:৫৮ অপরাহ্ন

যশোরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১৪৭ নেতাকর্মী রোববার পৃথক তিন আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাদের মধ্যে ১২৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে ৪২ জনের জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে।

আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

যশোর কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন জানিয়েছেন, আত্মসমর্পণকারীদের মধ্যে যশোর সদর উপজেলার ২০ জন, অভয়নগর উপজেলার ১০৫ জন এবং কেশবপুর উপজেলার ৪২ জন রয়েছেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, আত্মসমর্পণের পর ১২৫ জনকে কারাগারে পাঠানো হয়। পিজন ভ্যানে কারাগারে নেওয়ার আগে আদালত চত্বরে নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন।

নাশকতা ও বিস্ফোরক মামলায় এমন পদক্ষেপ এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework