ব্যাটারি রিকশাচালকদের বিক্ষোভে আগারগাঁওয়ে সড়ক অবরুদ্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ নভেম্বর ২৫, ০২:১১ অপরাহ্ন

রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এ আন্দোলন চলছে তাদের। ফলে আপাতত আগারগাঁও সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে ব্যাটারিচালিত রিকশাচালকরা আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হলে এ আন্দোলন অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া গণমাধ্যমকে বলেন, আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। আমরা মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি।  


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework