বিজয়নগরে মুফতি তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলায় ৬ পুলিশ সদস্য আহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ১৫, ০৪:১২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে ছয় পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলায় তিনটি পুলিশ গাড়ি ভাঙচুর করা হয় এবং ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।

পুলিশের ভাষ্যমতে, তাহেরি বিনা অনুমতিতে মাহফিল আয়োজন করলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করতে চেয়েছিল। তবে, তাহেরি কৌশলে পালিয়ে যান। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন এসআই ফারুক, এএসআই প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসিন কবীর এবং মো. শওকত। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে মাহফিল আয়োজনের পর পুলিশ সেখানে গিয়ে মাহফিল বন্ধ করার চেষ্টা করলে এক পুলিশ সদস্য আহত হন। উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তাহেরি এবং ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework