বাবার লাঠির আঘাতে ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ এপ্রিল ১৮, ১১:৪৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় বাবার লাঠির  আঘাতে সজিব মিয়া (১২) নামের ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

রোববার (১৭ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। নিহত সজিব মিয়া উপজেলার কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার রুবেল মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে নিহতের দাদির সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে বাবা ছেলেকে পেটের মধ্যে এলোপাথাড়ি লাথি ও লাঠি দিয়ে পেটান। 

এক পর্যায়ে ছেলের নাক ও কান দিয়ে রক্ত ঝরতে থাকলে তাকে স্থানীয় একটি ক্লিনিক নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বাবাকে আটকের পর পুলিশ জানায়, তিনি মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে বাবা ছেলেকে পিটিয়ে আহত করার পর তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework