ফটিকছড়িতে আনুমানিক ৫০ লক্ষ টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

মোহাম্মদ তারেক ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত : রবিবার, ২০২৪ নভেম্বর ০৩, ০৩:৫২ অপরাহ্ন

ফটিকছড়িতে সরকারী জমি অবৈধ দখল করে স্থাপনা নির্মান ১ মাসের জেল ও ২ লক্ষ টাকা জরিমানা। আনুমানিক ৫০ লক্ষ টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার ৩ নবেম্বর রবিবার  সকাল ১১.০০ ঘটিকায় ফটিকছড়ি উপজেলার আজাদীবাজার এলাকায় সরকারী জমি অবৈধ দখল করে দোকানঘর নির্মান করার দায়ে ১ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তি মো: এমরান, পিতা - আব্দুল মাবুদ, সাং- ধর্মপুর ৪ নং ওয়ার্ড ধর্মপুর ইউনিয়ন ভূমি অফিসের আনুমানিক ১.৫ শতক সরকারী খাস জমি অবৈধ উপায়ে দখল করে সেখানে দোকানঘর স্থাপন করে ভাড়া দিয়েছেন। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা।

অভিযুক্ত ব্যক্তি মোবাইল কোর্টের নিকট তার অপরাধ স্বীকার করায় ভূমি অপরাধ ও প্রতিরোধ আইন, ২০২৩ এর ধারা ১১ অনুযায়ী ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ০২ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে কারাপরোয়ানামূলে ধৃত ব্যক্তিকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ করা হয়।

এছাড়া এসময় অবৈধ দখলকৃত আনুমানিক ১.৫ শতক সরকারী খাস জমি অবৈধ দখলমুক্ত করে সরকারের অনুকূলে দখল নেয়া হয়।

অভিযানে জাফতনগর পুলিশ ফাড়ির একটি দল, ধর্মপুর ইউনয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী সহায়তা প্রদান করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework