গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে টেকনাফের মারিশবনিয়া এলাকায় ৭ম শ্রেণির ছাত্রী সুরাইয়া জান্নাত (১৩) নামের এক শিশুকে অপহরণের ঘটনায় তার মা নাজমা কাউসার বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ৮ জন এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের ধারায় রুজু করা হয়।
পরবর্তীতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ভিকটিমকে উদ্ধার করা হয়। তবে, মামলাটি প্রত্যাহারের জন্য পলাতক আসামিরা বাদী ও তার পরিবারকে নিয়মিত হুমকি-ধমকি দিয়ে আসছে বলে দাবি করেন বাদী।
এ অবস্থায় বাদী ও পুলিশের অনুরোধক্রমে র্যাব, পুলিশের পাশাপাশি আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম জোরদার করে।
এরই ধারাবাহিকতায়, অদ্য ১৬ মে ২০২৫ খ্রিস্টাব্দ দুপুরে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, মামলার এজাহারনামীয় আসামি রাসেল ও আতিক উল্লাহ মারিশবনিয়া পাহাড়ের চূড়ায় অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র্যাবের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:
১) মোঃ রাসেল (২৪)
২) মোঃ আতিক উল্লাহ (২৯)
উভয়ের পিতা: সিদ্দিক আহাম্মেদ,
সাং: মারিশবনিয়া, ৯ নম্বর ওয়ার্ড, বাহারছড়া ইউনিয়ন পরিষদ, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।