পাঁচবিবি থানা পুলিশ বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মোঃআমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ১৫, ০২:৫৯ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবিতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মাফিজুর রহমানকে পাঁচবিবি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন।

১৪ মার্চ (শুক্রবার) দুপুর আনুমানিক ১.৩০ ঘটিকার সময় অনেক প্রচেষ্টার পর পাঁচবিবি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহিদ হাসান সঙ্গীয় ফোর্স সহ তাকে ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করেন।

গ্রেফতারের পর, আসামী মোঃ মাফিজুর রহমান উপজেলার নন্দইল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে বলে জানা যায়।

আসামী মাফিজুর রহমান মামলার রায় হওয়ার পর থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় এবং পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ জাহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ ১৪ মার্চ (শুক্রবার) ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মগবাজার এলাকা থেকে উক্ত সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেন।

আসামী মাফিজুর রহমান পাঁচবিবি থানার মামলা নং-৪৯, তারিখ-২৫/০৯/২০খ্রিঃ, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ৮(গ) মামলায় ১০ বছরের সাজা + ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছর সাজা প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলাম জানান, আসামী মাফিজুর রহমান সাজা হওয়ার পর থেকে পলাতক ছিলেন। অনেক প্রচেষ্টার পর তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework