দুর্গাপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

দুর্গাপুর, (নেত্রকোণা)প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ২২, ০৩:১৫ অপরাহ্ন

নেত্রকোণার দুর্গাপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শওকত মিয়া (২৭) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। ছিনতাইকারীরা তাঁর ব্যাগে থাকা নগদ সাড়ে ৫ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটির পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত শওকত মিয়া কুল্লাগড়া ইউনিয়নের জগৎকুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য তাইজ উদ্দিনের ছেলে। তিনি বিপিনগঞ্জ বাজারে মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোড ব্যবসা করেন।

শওকত মিয়া জানান, প্রতিদিনের মতো তারাবির নামাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে সাদামাটি পাহাড় এলাকায় পৌঁছালে দুইজন ছিনতাইকারী ধারালো অস্ত্র দেখিয়ে তাঁকে থামায়। এরপর তারা তাঁর ব্যাগে থাকা দোকানের নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ও ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, "আমি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে, তবে ছিনতাইকারীদের মুখোশ পরা থাকায় কাউকে চিনতে পারিনি।"

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন জানান, শওকত মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, "ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework