তরুণদের উৎসাহিত করতে দুর্গাপুরে ইসলামিক প্রতিযোগিতা

নূর আলম, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মার্চ ১৮, ০২:৩১ অপরাহ্ন

তরুণ প্রজন্মকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করতে নেত্রকোণার দুর্গাপুরে শুরু হয়েছে কুরআনের আলো হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ২০২৫।

সোমবার সকাল ১০টায় দুর্গাপুর অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে ও দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়েছে।

দুর্গাপুরে প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজি ত এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। এমন আয়োজন করায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার দাবি তাদের।

এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে রয়েছেন - হামদ-নাত,আজান : শাইখুল হাদিস ইবরাহিম হাসান, মুফতি হাবিবুর রহমান, মুফতি অলি উল্লাহ, মাওলানা ইমরান হোসাইন, মুফতি মজিবুর রহমান, হাফেজ মো: মাসুদ।

হিফজুল কোরআন : হাফেজ মোঃ আব্দুল কাদির, হাফেজ মাওঃ অলি উল্লাহ, হাফেজ মাওঃ আফফান, হাফেজ নাজমুল হক, হাফেজ আব্দুস সামাদ এবং হাফেজ রইস উদ্দিন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন মুফতি সাব্বির আহমাদ এবং হাফেজ আব্দুল্লাহ আল মারুফ।

হাফেজ মাওলানা অলিউল্লাহ বলেন, পবিত্র মাহে রমজানে দুর্গাপুরে এই আয়োজন ঘিরে প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। তারা খুব আনন্দ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ইসলামের প্রসারে ও ছাত্রদের মেধা বিকাশে এমন আয়োজন করায় আমরা আলেম ওলামা সমাজের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানাই।

এই আয়োজন নিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ছাত্র-তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। সকলের সহযোগিতা বিনীতভাবে কাম্য।

এই প্রতিযোগিতার দায়িত্বশীলরা জানান, মেধা বিকাশের এই প্রতিযোগিতায় সর্বমোট ২৫১ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। এর মধ্যে হিফজুল কুরআন বিভাগে ৮১ জন, হামদ নাত ৯১ জন ও আজান বিভাগে ৭৯ জন প্রতিযোগী রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework