ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, আটক ৯আটকরা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ Jun ১৩, ০২:০৯ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহন থেকে চাঁদার টাকা তোলার সময় নয় জনকে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ।

সোমবার (১২ জুন) বিকেলে মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে চট্টগ্রামগামী লেন থেকে তাদের আটক করা হয়।

এ সময় আটকদের কাছ থেকে নগদ ৩ হাজার ৮৭৮ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন, মো. দুলাল (৩২), সাদ্দাম হোসেন (২৫), মো. আলামিন (১৮), মো. জামির হোসেন (২২), মো. সাদ্দাম (২১), মো. হাসান (২৫), মো. হাসান (১৮), মো. জসিম (৩২), মো. সেলিম (২৭) ও মো. হাসান (১৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework