ঝালকাঠিতে পৃথক পৃথক অভিযানে গাঁজা গাছ সহ আটক দুই যুবক

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত : রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ০৫:০৬ অপরাহ্ন

ঝালকাঠি জেলার রাজাপুরে শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্ব কানুদাসকাঠি গ্রামের একটি বসতঘরের পেছনে সবজি ক্ষেতে রোপণ করা ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঘটনার সাথে জড়িত ব্যক্তি এবং ক্ষেতের মালিক আব্দুর রহমান (২৪) কে আটক করা হয়েছে। তিনি পূর্ব কানুদাসকাঠি গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।

অন্যদিকে একই উপজেলার কানুদাসকাঠি গ্রামের নলবুনিয়া বাজারের ওবায়দুল সিকদারের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৩০০ গ্রাম গাঁজা সহ জামাল হাওলাদার ছোট্ট (৩৪) নামের আরেক যুবককে আটক করা হয়েছে। তিনি একই গ্রামের মৃত ফজলুল হক হাওলাদারের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তা জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework