জয়পুরহাটে চিকিৎসকের অপচিকিৎসায় পঙ্গুত্ববরণ করা ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ১৫, ০২:৪৪ অপরাহ্ন

জয়পুরহাটে অর্থোপেডিক চিকিৎসক ডা: আতাউল হকের ভুল চিকিৎসায় পঙ্গুত্ববরণ করা ভুক্তভোগী এক রোগী সংবাদ সম্মেলন করেছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রোগী জয়পুরহাট সদর উপজেলার দোগাছি বোর্ডঘর গ্রামের আবু বক্করের ছেলে আবু হায়াত। আবু হায়াত অভিযোগে জানান, দুর্ঘটনায় তার ডান পায়ের হাড় ভেঙে গেলে তিনি ডাক্তার আতাউল হকের শরণাপন্ন হন। গত ২০২৩ সালের ২০ নভেম্বর নগদ টাকা নিয়ে জয়পুরহাট শহরের একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদান করেন। সেই থেকে তিনি ডাক্তার আতাউল হকের পরামর্শমত চিকিৎসা গ্রহণ করতে থাকেন। আবু হায়াত আরও জানান, এরই এক পর্যায়ে তার ক্ষতস্থানে পচন ধরে হাড় পর্যন্ত ঘা হয়। এরপর ডাক্তার আতাউল হক নিয়মিত চিকিৎসা দিলেও অবস্থার অবনতি ঘটতে থাকে। অবস্থা বেগতিক দেখে ওই চিকিৎসক তাকে ঢাকায় চিকিৎসা নিতে বলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework