জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমানের করাচিতে জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ০৪, ০৫:৫৬ অপরাহ্ন

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সেখানে দুই যাত্রীকে নামিয়ে পুনরায় ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়।

নির্ধারিত সময়ে ফ্লাইটটি চট্টগ্রামে না পৌঁছানোয় যাত্রীদের স্বজনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তবে পরে ফ্লাইটটি নিরাপদে পৌঁছালে স্বস্তি ফিরে আসে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি বুধবার (৪ ডিসেম্বর) বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজি ১৩৬ ফ্লাইটটি জেদ্দা থেকে যাত্রা শুরুর পর এক নারী যাত্রী, ফারজানা নামে পরিচিত, অসুস্থ হয়ে পড়েন। ফলে ফ্লাইটটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখানে নারী ও শিশুসহ ওই দুই যাত্রীকে নামিয়ে দিয়ে ফ্লাইটটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে এবং বেলা ১টায় নিরাপদে অবতরণ করে।

উল্লেখ্য, যাত্রীদের গন্তব্য ছিল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework