কর্তার পা ধরেও পানি পাচ্ছে না কৃষক

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ১৯, ০২:৩৯ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুরের দেড় শতাধিক কৃষক বরেন্দ্র বহুমুখী উন্নয়ন সেচ প্রকল্পের যন্ত্রাংশ অকেজো হওয়া ১৫-১৬ দিন যাবৎ চলতি বছর রোপা ইরি বোরো ধানের জমিতে পানি সেচ দিতে না পেরে আবাদ নিয়ে শঙ্কায় আছেন তারা। সেচ যন্ত্রাংশ বিকল হওয়ায় এ অঞ্চলের প্রায় দেড়শ বিঘা জমিতে পানি সেচ দিতে না পারায় মাটি শুকিয়ে ফেঁটে চৌচির হয়ে গেছে। জমিতে পানি না থাকায় আগাছা জন্মাচ্ছে অধিক। ঋণ দেনা করে ধান রোপণ করেছে এলাকার আদিবাসী কৃষক।

উপজেলার মহিপুর সাঁওতাল পাড়ায় অবস্থিত বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পটি বরেন্দ্র অপারেটর মোঃ সরোওয়ার হোসেন সবুজ দেখভাল করেন। সেচ পাম্পটি বিকল হলে এলাকার কৃষকরাই ১৫ হাজার টাকা নিজ খরচে ২ বার মেকানিক দিয়ে ঠিক করেও কাজের কাজ হয়নি। যদিও এসব বরেন্দ্র অফিসই ব্যয় করার নিয়ম আছে। ১৫-১৬ দিন জমিতে পানি দিতে না পারায় এলাকার কৃষকরা অপারেটর সবুজকে মারতে তেড়ে আসে। উপায়ন্ত না পেয়ে সবুজ বরেন্দ্র অফিসের দায়িত্বপূর্ণ মেকানিকের পা জড়িয়ে ধরে অনুরোধ করেন সেচ পাম্পটি দ্রুত মেরামত করতে। পাঁচবিবি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের উপ-সহকারী মোঃ সালাউদ্দিন বলেন, ১৫-১৬ দিন যাবৎ পাম্পটি বিকল হয়ে আছে কথাটি সঠিক নয়। এটি বিদ্যুৎ পাওয়ার সমস্যা রয়েছে। আজকের মধ্যেই সেচ পাম্পটি মেরামত হবে এবং জমিতে পানি দেওয়া হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework