আনোয়ারায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে নীডি ফাউন্ডেশনের ইউনিফর্ম বিতরণ

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ অক্টোবর ১০, ০৩:৫৪ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারায় দাতব্য সংগঠন নীডি ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে  উপজেলার রায়পুর ইউনিয়নের পারকির চর সংলগ্ন  নীডি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত নজিরিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ হিসেবে ইউনিফর্ম বিতরণ করা হয়।

এসময় নীডি ফাউন্ডেশনের মহাসচিব  মোঃ আজম কুতুবীর সঞ্চালনায়  ইউনিফর্ম বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজিরিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আলম খাঁন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ন্ত্রক  মোহাম্মদ ফরিদুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক  স্থানীয় ইউপি সদস্য মোঃ ইসহাক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোস্তাফিজুর রহমান, শাহেদ খাঁন, মাওলানা তাওহীদুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউনিফর্ম বিতরণ শেষে ৪ (চার) জন শিক্ষার্থীকে পাঠদানের মাধ্যমে আল কুরআনের সবকদান উদ্বোধন করেন  মাওলানা মোস্তাফিজুর রহমান। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework