‘শিক্ষককে মারলে সে হাত ভেঙে দাও’—জবির শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল ক্যাম্পাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৫ জুলাই ১৩, ০৪:১০ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ভিসি ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১৩ জুলাই) শহীদ সাজিদ একাডেমিক ভবন থেকে শুরু হওয়া একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা স্লোগানে উত্তাল হয়ে ওঠেন। তারা বলেন, "যেই হাত শিক্ষক মারে, সেই হাত ভেঙে দাও", "ছাত্রদলের কালো হাত, গুঁড়িয়ে দাও", "সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও" ইত্যাদি।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। তারা অভিযোগ করেন, ম্যানেজমেন্ট বিভাগের যেসব শিক্ষার্থী অভ্যুত্থান কর্মসূচিতে আহত হয়েছিলেন, তাদের ছাত্রলীগ সম্পৃক্ত বলে প্রচার চালিয়ে পরিকল্পিতভাবে ছাত্রদল এ হামলা চালিয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, যেসব শিক্ষক প্রশাসনিক দায়িত্বে আছেন তারাও নিরাপদ নন, তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়? হামলার ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত কোনো ধরনের নিন্দা বা বিবৃতি দেয়নি। এমনকি শিক্ষক সমিতিও নীরব রয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে শহীদ সাজিদ ভবনের নিচে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে মারধর করে। শিক্ষক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম পরিস্থিতি শান্ত করতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।

এছাড়া, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জবি শাখার সভাপতি মো. ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান এবং যুগ্ম আহ্বায়ক ফারুকও ওই সময় মারধরের শিকার হন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework