স্মার্ট দেশ গড়তে স্মার্ট পরিবহন ব্যবস্থা চালু করতে হবে- আবদুল মান্নান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ফেব্রুয়ারী ২০, ০৫:০৮ অপরাহ্ন

নগরীর সিটি গেইটে মালিক শ্রমিক সমাবেশ প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খানের সভাপতিত্বে ও হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায়  শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ইউসুফ কোম্পানি, রাঙামাটি ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সেকান্দার হোসেন চৌধুরী, পণ্য পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কেএম মহিউদ্দিন, অর্থ সম্পাদক মো. হোসেন তালুকদার, চট্টগ্রাম জেলা মালিক ও শ্রমিক সমবায় সমিতি সভাপতি মো. আব্দুস সালাম, আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াস, খলিলুর রহমান, মো. হাসান মাহমুদ, গিয়াস উদ্দিন তুহিন, মো. সমু, মোহাম্মদ জাফর, মোহাম্মদ মনির, এসএম সেলিম, পিয়ারু প্রমুখ। এ সময় প্রধান অতিথি মো. আব্দুল মান্নান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পরিবহন ব্যবস্থা চালু করতে হবে।

শেষে নবনির্বাচিত নেতৃ বৃন্দ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে মালিক শ্রমিকদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework