সাগর হত্যা মামলায় ডা. এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ২৭, ০৫:২২ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানার সাগর হত্যা মামলায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঈশিতা ইসলামের আদালতে হাজির করা হলে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

মিরপুর-১০ গোলচত্বরে গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হকার মো. সাগর গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় সাগরের মা বিউটি আক্তার গত ২৭ নভেম্বর মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়। ডা. এনামুর রহমান এ মামলার ৩০ নম্বর এজাহারনামীয় আসামি।

পুলিশ জানিয়েছে, রোববার (২৬ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে উপস্থাপন করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলায় ইতোমধ্যেই বেশ কয়েকজন আসামি গ্রেফতার হয়ে রিমান্ডে রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework