মেয়র ইশরাকের দাবিতে স্লোগানে মুখর মৎস্য ভবন মোড়

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ মে ২১, ১২:৩৯ অপরাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে টানা সাতদিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। সর্বশেষ আজ বুধবার (২১ মে) সকাল থেকে রাজধানীর মৎস্য ভবন মোড় থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করছেন, যার ফলে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সমর্থকদের দাবি, ইশরাক হোসেনকে দ্রুত শপথ পাঠ করাতে হবে, কেননা নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। মৎস্য ভবন মোড়ে জড়ো হওয়া কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এর আগে তারা নগর ভবনে অবস্থান করলেও বর্তমানে নতুন করে মৎস্য ভবন এলাকায় জড়ো হয়েছেন।

আজ দুপুরে হাইকোর্টে একটি রিটের শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেয়ার কথা রয়েছে। গত ১৪ মে মো. মামুনুর রশিদ নামে একজন নাগরিকের পক্ষে আইনজীবী কাজী আকবর আলী রিটটি দায়ের করেন। রিটে দাবি করা হয়, ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না পড়ানোর জন্য নির্দেশনা দেয়া হোক এবং তার মেয়র ঘোষণার রায় স্থগিত করা হোক।

এছাড়াও রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে শপথ গ্রহণ না করাতে এবং আইন মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশনার আবেদন করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসির সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।

২০২4 সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ তাপসকে মেয়র পদ থেকে অপসারণ করা হয়। এরপর ২০২৫ সালের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে এবং ২৭ এপ্রিল নির্বাচন কমিশন এ বিষয়ে গেজেট প্রকাশ করে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework