মির্জা ফখরুল: অতিবিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ২১, ০২:৫৭ অপরাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমাজে নৈরাজ্য সৃষ্টি করে অতিবিপ্লবী হওয়ার কোনো উপায় নেই। তিনি জানান, "এ মুহূর্তে সব কিছু একবারে বদলে ফেলা বা এমন কিছু করা সম্ভব নয়। পরিবর্তন ধাপে ধাপে আসতে হবে।"

মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গ্রন্থ আড্ডায়’ তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “স্বৈরাচারের শাসনামলে যেখানে কেউ কথা বলার সাহস পেত না, সেখানে এখন সবাই নিজেদের দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে। তবে আমাদের ধৈর্যচ্যুত হওয়া যাবে না।” তিনি আরও বলেন, “বর্তমান সরকারের দেশ পরিচালনায় অভিজ্ঞতা নেই, তাই তাদের পক্ষ থেকে কিছু ভুল-ত্রুটি হচ্ছে। তারা একটি কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে, তবে গণতন্ত্র ফিরে এলে এসব সমস্যার সমাধান হবে।”

তিনি বলেন, "অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের সমস্যার সমাধানের ক্ষমতা অনেক বেশি থাকে। তাই ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচন আয়োজন করা উচিত।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework