বঙ্গভ্যাক্স: ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিতে আইনি নোটিস

News Desk
প্রকাশিত : সোমবার, ২০২১ জুলাই ২৬, ০৭:৩০ অপরাহ্ন

বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত কোভিড-১৯ এর ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট চার জনকে আইনি নোটিস পাঠানো হয়েছে। 

তারা হলেন, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল রিসার্স কাউন্সিলের (বিএমআরসি) পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।

সোমবার ডাক ও ই-মেইলের মাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান জনস্বার্থে এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিসে বলা হয়, গত বছরের গ্লোব বায়োটেকের উদ্ভাবিত বঙ্গভ্যাপ গত বছরের ২৮ ডিসেম্বর অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।  তারপর মানবদেহে পরীক্ষামূলক ক্লিনিক্যাল ট্রায়াল পর্ব-১ এবং ট্রায়াল পর্ব-২ এর জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্স কাউন্সিলের কাছে নৈতিক অনুমোদনের জন্য গত ১৭ জানুয়ারি আবেদন করা হয়।

কিন্ত এখনও সেই আবেদনটি  নিষ্পত্তি করা হয়নি, যে কারণে ভ্যাকসিন হিসেবে বঙ্গভ্যাক্স এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। 

এই নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গভ্যাক্সের ইথিক্যাল ক্লিয়ারেন্স দিতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।  অন্যথায়  বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework