দুবাইয়ে ইউএই স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা ইউনূস

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৩, ০৪:০৬ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সফররত অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ এর সাইডলাইনে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতে ইউএইর স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আপনার উপস্থিতি সমাবেশকে সমৃদ্ধ করেছে। আমরা আপনার মতো ব্যক্তিদের কাছ থেকে শিখি।" একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ-ইউএই সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে দুই দেশ বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াবে।

অধ্যাপক ইউনূস সংযুক্ত আরব আমিরাতের উন্নত স্বাস্থ্যব্যবস্থা ও রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা দেখে মুগ্ধতার কথা জানান। এছাড়া, এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য ইউএই সরকারকে ধন্যবাদ জানান তিনি।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ সচিব ও প্রধান এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework